Skip to main content

Featured post

Save the nature for the sake of your existence!- By Upal

Save the nature for the sake of your existence!- By Upal : Open pop-up on buttom left for audio blog. We are going through a tough time. The whole world seems to be in a stand still due the Coronavir...

Quarantine tale BD


Translate this page:


You can translate the content of this page by selecting a language in the select box.

খাচার বাইরে -অমিত  হাসান 

সময়ের এক প্রান্তে যেমন দেখি রোদ প্রকৃতিকে পুড়িয়ে দিচ্ছে তেমনি অপর প্রান্তে দেখতে পারি কুয়াশা আর শিশিরের সুখের এক সংসার। বরং একটু বেশি পরিমাণ আগ্রহ নিয়ে শুনতেও যাই তাদের কথোপকথন। তারা সাজুগুজু করছে, গান গাইছে, ঝগড়া করছে, ভ্রমণ করছে। তবে যেমন একসাথে চলে যাচ্ছে তেমনি হাতে হাত রেখে ছুটে আসছে তারা। একজন আরেকজনকে ভূলে হারিয়ে যাচ্ছে না নতুন বেশি সুদর্শনীয় কোনো অপ্রয়োজনের খোঁজে। কিন্তু আমার গল্পটা একটু অন্যরকম। এখানে অন্যদের সাপেক্ষে আমি অধিকতর মানবিক হলেও মানুষের সংজ্ঞার পর উদাহরণে তারা নিজের নামটা লেখে। এখানে হয়তো আমি চাতুরীবিষয়ে মূর্খ হতবাক নয়তোবা তারা আত্নচিন্তায় পুরোপুরিভাবে নিমজ্জিত। এখানে তারা নিজের যত্ন নিতে নিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করে যতটা গর্বিত তার চেয়ে নিঃসন্দেহে আমি শতগুণ বেশি গর্ব বোধ করি এই ভেবে যে আমি তাদের মতো না। শুরুটা একসঙ্গে করাই যায়, শুরুটা সুন্দরভাবেও করিয়ে দেয়া যায়। কিন্তু পথের অর্ধেকটা পার করার পরে চারপাশে কেউকে না পেয়ে নিঃসঙ্গতায় ভোগার ভয়ে আবার নতুন করে শুরু করাটাই হয়ে ওঠে না। তারা বেপরোয়া, তারা প্রতারণাকারী। ঘৃণা করি নাই আমি প্রতারকদের। কারণ তারা এই কুকৌশল তথাকথিত "মনুষ্যজাতি" থেকেই শিখেছে যার গন্ডিতে আমার আপন মানুষগুলোও বন্দী।হ্যাঁ, বিরক্ত হই। হালকা দূরে সরে আসতে চাই। কিন্তু অপছন্দ করি না তাদের এবং তাতে কোনো সার্থকতাও নেই। কারণ তারা নিজেদের ওপর এতটাই অনিয়ন্ত্রিত যে নিজ মেজাজের রং পুরো জীবনদশায়ও চিনে উঠতে পারে না। সত্যি বলতে তারা বাজারের চড়া দামে কেনা টিয়ার মতো যাকে খাঁচায় আটকিয়ে রেখে গান গাইতে বলা হয়। আর আমি হলাম সেই চড়ুই পাখির মতো যে দ্বিতীয় আকাশ স্পর্শের ইচ্ছায় উঁড়ছি আর স্বপ্ন দেখছি বন্দী সহজাতিকে নিয়ে খোলা আকাশে কানামাছি খেলার, পশ্চিমা বাতাসের চাপে নিস্তেজ হয়ে গেলে খেলায় বিরতি নিয়ে ভূপৃষ্ঠে এসে বসার। স্বপ্ন দেখছি পরবর্তী জনমে শিশির আর কুয়াশার এই প্রেমকে আরো কম দূরত্ব থেকে দেখার। স্বপ্ন দেখছি তারও পরের জনমে কুয়াশা হয়ে আসতে না পারলেও মেঘ হয়ে আসার যেন তাদের গল্পে "রোদ" নামক দুরাত্নাকে আড়াল করে রাখতে পারি। 

-চৈত্র ২১, রাত ৩.৩০

Comments

Find out more.